নাগরিক সনদ (সিটিজেন চার্টার)
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সেবাদান প্রক্রিয়া
কার্যক্রম |
সেবা গ্রহণকারী |
সময়সীমা |
কর্মপদ্ধতি |
মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা কার্যক্রম। (নরসিংদী জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র-৫১টি)
|
১। সনাতন ধর্মাবলম্বী পরিবারের (৪-৬ বছর বয়সী শিশু)। ২। সুবিধাবঞ্চিত শিশুদের অগ্রাধিকার। |
১। একবছর মেয়াদী কোর্স শেষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। ২। ভর্তিকৃত শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা হয়। |
কেন্দ্রশিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে শিশুদের ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুদের বিনামূল্যে বই, খাতা, পেন্সিলসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। |
মন্দিরভিত্তিক ধর্মীয় শিশু শিক্ষা কার্যক্রম। (ধর্মীয় শিক্ষা শিশু শিক্ষা কেন্দ্র-১০টি)
|
গীতা শিক্ষায় আগ্রহী হিন্দু জনগোষ্ঠী (৬+ বয়স হতে ১০ বছর বয়সী শিশু)। |
এক বছর মেয়াদী কোর্স |
কেন্দ্রশিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতাসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। |
মন্দিরভিত্তিক ধর্মীয় বয়স্ক শিক্ষা কার্যক্রম। (ধর্মীয় শিক্ষা বয়স্ক শিক্ষা কেন্দ্র-১৪টি)
|
অক্ষরজ্ঞানহীন হিন্দু জনগোষ্ঠীর ব্যক্তিবর্গ (১০+ বয়স হতে অধিক বয়স সম্পন্ন ব্যক্তি)। |
এক বছর মেয়াদী কোর্স |
কেন্দ্রশিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিক্ষার্থীদের বিনামূল্যে গীতা, কলম, খাতাসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। |
হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানের তালিকাভুক্তি কার্যক্রম। |
হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। |
আবেদন প্রাপ্তির পর ৩০ দিন |
নির্ধারিত ফরম ট্রাস্ট হতে বিনামূল্যে বিতরণ করা হয়। ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd এবং ধর্ম বিষয়ক মন্তণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd থেকেও ফরম ডাউনলোড করা যায়। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর যাচাই অন্তে তালিকাভুক্তি করা হয় এবং তালিকাভুক্তির সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, তালিকাভুক্তির জন্য কোন ফি নেয়া হয় না। এ বিষয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয় জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা করে থাকে।
|
ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান। |
হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। |
প্রতি অর্থবছর অক্টোবর হতে মার্চ সময়ে নির্ধারিত ফরমে আবেদন করা যায়। ট্রাস্টি কর্তৃক মঞ্জুরীর ১৫ দিনের মধ্যে অনুদানের চেক ইস্যু করা হয়। |
নির্ধারিত ফরম ট্রাস্ট হতে বিনামূল্যে বিতরণ করা হয়। ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd এবং ধর্ম বিষয়ক মন্তণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd থেকেও ফরম ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর চেয়ারম্যান/ সংশ্লিষ্ট ট্রাস্টি অনুদানের মঞ্জুরি প্রদান করেন। এ বিষয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয় জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা করে থাকে। |
দুঃস্থদের অনুদান প্রদান |
দুঃস্থ হিন্দু জন সাধারণ |
ঐ |
ঐ |
দুর্গাপুজায় আর্থিক সহায়তা প্রদান (মাননীয় প্রধানমন্তী প্রদত্ত)। |
দুর্গা পূজা মন্ডপ কর্তৃপক্ষ/কমিটি। |
দূর্গাপূজার প্রাক্কালে। |
জেলা প্রশাসক বা ট্রাস্টির মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস